মহালছড়িতে পাহাড়িদের ঘরবড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ


নিজস্ব প্রতিনিধি ।।
মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নের ডিপ্পোছড়িতে সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২২) সকাল সাড়ে ১০টায় ‘সচেতন ছাত্র সমাজ, খাগড়াছড়ি’ এর ব্যানারে খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে তারা সমাবেশ করেন। মিছিল ও সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে কেওপ্রু মারমার সভাপতিত্বে ও প্রাঞ্জল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী শিউলি চাকমা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপ্রুচি মারমা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী সুপা চাকমা ও শিক্ষার্থী নিয়ং মারমা।

বক্তারা গত ১৫ মার্চ মাইসছড়ির ডিপ্পোছড়িতে সেটলার বাঙালি পাহাড়িদের ৯টি ঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর বার বার আক্রমণ, নিপীড়ন-নির্যাতন করা হচ্ছে। ভূমি বেদখল, নারী নির্যাতন, খুন, গুম সহ প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। বৌদ্ধ ভিক্ষুদের পর্যন্ত আজ নিরাপত্তা নেই।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসিত সেটলার বাঙালিদের রেশন ও রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে পাহাড়িদের ভূমি বেদখলে লেলিয়ে দেয়া হচ্ছে। সরকার সেটলারদের দিয়ে পাহাড়িদেরকে ভূমি থেকে উচ্ছেদের মাধ্যমে নিশ্চিহ্ন করে দিতে ষড়যন্ত্র করছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মাইসছড়িতে পাহাড়িদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িত সেটলার বাঙালিদের আইনের আওতায় এনে যথাযথ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাহাড়িদের উপর অন্যায়-অবিচার বন্ধের দাবি জানান।

পরে চেঙ্গী স্কোয়ার, কলেজ গেট হয়ে মিছিল সহকারে স্বনির্ভরের টিউফা স্কুলে এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *