ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুদুকছড়ি এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটির কুদুকুছড়ি এলাকাবাসী ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের দাবিতে ও ইউপিডিএফের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।

আজ সোমবার (১৩ জুন ২০২২) সকাল ১১ টার সময় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে এলাকার বিশিষ্ট মুরুব্বি নির্মল কার্বারীর সভাপতিত্বে ও ইউপি সদস্য ফুলেশ্বর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য নয়ন চাকমা, জীবন প্রসাদ চাকমা, পূর্ণমূখী চাকমা ও এলাকার বিশিষ্ট মুরুব্বি গণ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত জাতির জন্য খুবই মারাত্মক হয়ে দেখা দিয়েছে। কিছুদিন সংঘাত বন্ধ থাকায় জনগণের মনে কিছুটা স্বস্তি ফিরে এলেও গত শনিবার (১১ জুন) পানছড়ি ও দীঘিনালায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস কর্তৃক ইউপিডিএফের ওপর সশস্ত্র হামলা করার পর নতুন করে আবারো সংঘাতের মাত্রা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকার মুরুব্বীরা আরো বলেন, শাসকগোষ্ঠী ভাইয়ে ভাইয়ে হানাহানি-মারামারি জিইয়ে রাখতে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ইউপিডিএফের ওপর নতুন করে এই হামলা শাসকগোষ্ঠির চক্রান্ত বলে তারা মন্তব্য করেন। তারা শাসকগোষ্ঠির ষড়যন্ত্রে পা না দেয়ার জন্য জেএসএস ও ইউপিডিএফের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ আর ভ্রাতৃঘাতি সংঘাত চায় না। আমরা সাধারণ জনগণ আর ভাইয়ে ভাইয়ে হানাহানি চাই না। অনেক হয়েছে, আর নয়। আমরা ঐক্যবদ্ধ আন্দোলন দেখতে চাই।

বক্তারা সংঘাতের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে পার্বত্য চটগ্রামের অধিকারহারা জনগণের জন্য ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *