বাঘাইছড়িতে পাহাড়ি কলেজ ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে সাজেকের মাচলঙে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার করেঙাতলীতে পাহাড়ি কলেজ ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে সাজেকের মাচলঙে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৬ আগস্ট ২০২২) সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ), পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) এবং মাচলং এলাকাবাসীর যৌথ ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে কিরণ চাকমার সঞ্চালনায় পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সদস্য উর্মিলা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালো বরণ চাকমা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা করেঙাতলীতে পাহাড়ি কলেজ ছাত্রীকে গণধর্ষণে জড়িত বিপ্লব বড়ুয়া, যিশু চৌধুরী, মো. আরিফ, মো. রাসেল ও অমল বড়ুয়াকে অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। 

তারা অভিযুক্ত ধর্ষণকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পরও পুলিশ এখনো তাদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন বলেন, পুলিশ চেষ্টা করলে এতক্ষণ নিশ্চয় ধর্ষণকারীদের গ্রেফতার করতে পারতো। কিন্তু ধর্ষণকারীরা সরকারি দলের রাজনীতির সাথে যুক্ত থাকায় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত কোথাও না কোথাও নারী ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু এ যাবত যত পাহাড়ি নারী ধর্ষণ-অপহরণ-হত্যা-নির্যাতনের শিকার হয়েছেন একটি ঘটনারও সুষ্ঠু বিচার ও অপরাধীদের উপযুক্ত সাজা দেওয়া হয়নি। ফলে দিন দিন এ ধরনের অপরাধ বেড়ে চলেছে।

বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। একই সাথে তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *