নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙাতলীতে বিপ্লব বড়ুয়া, যিশু চৌধুরী, মো. আরিফ, মো. রাসেল ও অমল বড়ুয়া কর্তৃক ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ আগস্ট ২০২২) দুপুরে পার্বত্য চট্টগ্রাম নারী, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ), পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) দীঘিনালা শাখাসমূহের যৌথ ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের নেতা জ্ঞান প্রসাদ চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের সদস্য হ্যাপি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের দীঘিনালা উপজেলা শাখার সদস্য অমিতা চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য রাজেন্দু চাকমা।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিকটিম ছাত্রীর পিতা থানায় মামলা দেয়ার পরও পুলিশ এখনো চিহ্নিত ধর্ষকদের গ্রেফতার করেনি। ধর্ষকদের মধ্যে যিশু চৌধুরী ও বিপ্লব বড়ুয়া সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা হওয়ায় তাদের রক্ষায় পাঁয়তারা চলছে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
বক্তারা অবিলম্বে চিহ্নিত ধর্ষকদের গ্রেফতারপূর্বক কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।