
নিজস্ব প্রতিনিধি।।
জনপ্রতিনিধি কর্তৃক ব্যানার কেড়ে নিয়ে লেখা মুছে দেয়ার অভিযোগ
চট্টগ্রামস্থ ফটিকছড়ির আব্দুল্লাহপুর ধাতুচৈত্য বিহারে ১০ বছর বয়সী ‘উপানন্দ শ্রামণ’ (থুইচিংমং মারমা)-কে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা এবং কাউখালীর কলমপতি ইউনিয়নে ৩ জন সেটেলার কর্তৃক মারমা নারীকে ধর্ষণ-এর প্রতিবাদে ও সুষ্ঠু বিচার দাবিতে রাঙামাটির কাউখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) কাউখালী উপজেলা শাখা।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই ২০২২) কাউখালি উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতা অংশগ্রহহণ করেন।

প্রতিবাদ সমাবেশের আগে কাউখালী মগ বাজার থেকে এক মিছিল বের করে গোল চত্ত্বরে যাওয়ার পথে কচুখালী সজল লাইব্রেরী সামনে পৌঁছলে কাউখালী উপজেলার ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা মিছিলকারীদের লইব্রেরীর ভিতরে ডেকে নিয়ে সমাবেশে ব্যানারটি কেড়ে নিয়ে ব্যানারে উল্লেখিত সেটলার কর্তৃক পাহাড়ি নারী ধর্ষণ এই বিষয়টি নিজ হাতে মার্কার কলম দিয়ে মুছে দেয়। পরে বিএসসি নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে ব্যানার ছাড়া প্রতিবাদ সমাবেশ করেন।
মিছিলকারীদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে লেখা মুছে দিচ্ছেন কাউখালী উপজেলার ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা
প্রতিবাদ সমাবেশে বিএমএসসি কাউখালী উপজেলা কমিটি সভাপতি অংথুইচি সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএমএসসি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক কংজসাই মারমা, বিএমএসসি কাউখালী উপজেলা শাখার নির্বাহী সদস্য উপাসিং মারমা এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ইশা চাকমা ও কচুখালি যুব সমাজের প্রতিনিধি মংওয়াই মারমা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফটিকছড়ি আব্দুল্লাহপুর ধাতুচৈত্য বিহারে ‘উপানন্দ শ্রামণ’ নামে এক শিশুকে রহস্যজনকভাবে হত্যার ঘটনা কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো সঠিক তদন্ত করেনি প্রশাসন। এছাড়া কাউখালী কলমপতি ইউনিয়নে ৩ জন সেটেলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি নারীকে গণধর্ষণের ঘটনার সাথে জড়িতদের কাউকে গ্রেফতার করা হয়নি বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা ফটিকছড়ি ও কলমপতির ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারে জন্য প্রশাসনের তৎপরতা না থাকা ও নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও একটি শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ব্যানার একজন জনপ্রতিনিধি দ্বারা কেড়ে নেওয়ার ঘটনাকে ন্যাকারজনক বলে উল্লেখ করেন।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ফটিকছড়ি আব্দুল্লাহপুর ধাতুচৈত্য বিহারে ‘উপানন্দ শ্রামণ’ (থুইচিংমং মারমা)-কে হত্যা ও কলমপতি ইউনিয়নে ৩ জন সেটেলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি নারীকে গণধর্ষণের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতারপূর্বক সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।