নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটির নান্যাচর উপজেলার নান্যাচর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিরঞ্জীত দজর পাড়া (১৭ মাইল) এলাকায় সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের ভূমি বেদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
ভূমি বেদখল চেষ্টাকারীর নাম মো. রবিউল (৫০) পিতা-মৃত জয়নাল মাষ্টার, গ্রাম-বগাছড়ি, ১নং ওয়ার্ড, বুড়িঘাট ইউনিয়ন, নান্যাচর উপজেলা।
উক্ত ভূমি বেদখল চেষ্টার প্রতিবাদে আজ শনিবার (১৮ জুন ২০২২) দজরপাড়া এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছেন।
এতে এলাকাবাসী অভিযোগ করে বলেন, বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ির বাসিন্দা মো. রবিউল দজর পাড়া (১৭ মাইল) এলাকায় পাহাড়িদের জায়গা বেদখলের চেষ্টা চালাচ্ছে। বাধা দিতে গেলে প্রশাসন ও মামলার ভয় দেখায়। প্রশাসনও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। এ যাবত বগাছড়িসহ বিভিন্ন স্থানে ভূমি বেদখলের ঘটনায় প্রশাসন সেটলারদের পক্ষে পক্ষপাতিত্ব করার কারণে তারা (সেটলার বাঙালিরা) বার বার পাহাড়িদের জায়গা বেদখল করে যাচ্ছে বলে তারা অভিযোগ করেন।
তারা আরো বলেন, আমরা আশা করেছিলাম ৯৭ সালের পার্বত্য চুক্তির পরে আর আমাদের জায়গা-জমি বেদখল হবে না। কারোর হুমকি থাকবে না। সুখে শান্তিতে নিজের জায়গায় বসবাস করতে পারবো। কিন্তু তা আর হলো না। চুক্তির পরে ভূমি বেদখলের মাত্রা আরো বেড়েছে। এখন নিজেদের জায়গা-জমি হারানোর ভয়েই আমাদেরকে দিনযাপন করতে হচ্ছে।
এলাকাবাসী অবিলম্বে চিরঞ্জীত দজর পাড়ায় (১৭ মাইল) ভূমি বেদখল চেষ্টাকারী মো. রবিউলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক ভূমি বেদখল বন্ধ করা এবং সেটলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে ফিরিয়ে নেয়ার দাবি জানান।