নান্যাচরের চিরঞ্জীত দজরপাড়ায় সেটেলার কর্তৃক ভূমি বেদখল চেষ্টার প্রতিবাদে ঘিলাছড়িতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির নান্যাচর উপজেলার নান্যাচর সদর ইউনিয়নের চিরঞ্জীত দজর পাড়া (১৭ মাইল) এলাকায় সেটলার বাঙালি কর্তৃক ভূমি বেদখল চেষ্টার প্রতিবাদে ঘিলাছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ জুন ২০২২) সকাল ১১টার সময় পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার প্রতিনিধি নিশি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের জেলা শাখার সভাপতি রিনিসা চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমা ও স্থানীয় মুরব্বীরা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় বাহিনীর কায়েমী স্বার্থবাদী অংশের চক্রান্ত ও প্ররোচনায় বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ির বাসিন্দা সেটলার মো. রবিউল (৫০), পিতা- জয়নাল মাষ্টার নান্যাচর সদর ইউনিয়নের চিরঞ্জীত দজর পাড়ায় পাহাড়িদের জায়গা বেদখলের চেষ্টা চালাচ্ছে। শাসকগোষ্ঠি একদিকে দমন-পীড়ন ও ভ্রাতৃঘাতি সংঘাতে উস্কে দিচ্ছে, অন্যদিকে সেটলারদের লেলিয়ে দিয়ে পাহাড়িদের জায়গা-জমি বেদখলের চক্রান্ত করছে।

তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে সেটলার কর্তৃক ভূমি বেদখল নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সরকার তথা রাষ্ট্র সমতল থেকে নিয়ে আসা সেটলার বাঙালিদের যুগের পর যুগ রেশন সুবিধা দিয়ে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত রেখে ভূমি বেদখল, সাম্প্রদায়িক হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

বক্তারা ভূমি বেদখলসহ অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র-যুব-নারী সমাজসহ এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্যদানকারী এক মুরব্বী বলেন, শাসকশ্রেণী আমাদের আন্দোলনকারী দলগুলোর মধ্যে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দিয়ে সেটলারদের ব্যবহার করে আমাদের জায়গা-জমি বেদখলের পাঁয়তারা করছে। তাই আমাদের দলগুলোকে অবিলম্বে ভ্রাতৃঘাতি সংঘাত পরিহার করে জায়গা-জমি রক্ষা ও জাতির অস্তিত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা অবিলম্বে চিরঞ্জীত দ’জর পাড়ায় ভূমি বেদখল চেষ্টাকারী মো. রবিউলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক ভূমি বেদখল বন্ধ করা ও সেটেলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে সম্মানজনক পূনর্বাসনের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *