দীঘিনালায় ইউপিডিএফ সদস্য জীবন ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি।। “পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়াও”এই স্লোগানে দীঘিনালায় জেএসএস (সন্তু লারমা) মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সদস্য জীবন ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে ও দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) দীঘিনালা উপজেলা শাখা।

আজ মঙ্গলবার (১২ জুলাই ২০২২) বেলা ২.৩০টায় মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউপিডিএফ সদস্য ইয়ান চাকমা ও পিসিপি’র কেন্দ্রীয় সদস্য নিকেল চাকমা। 

বক্তারা বলেন,পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত জাতির জন্য অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। যার কারণে ইউপিডিএফ সংঘাত বন্ধ করে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য জেএসএস (সন্তু লারমা)-এর প্রতি বার বার আহ্বান জানিয়ে আসছে। কিন্তু জেএসএস সরকারের বিশেষ মহলের ফাঁদে পা দিয়ে ইউপিডিএফের সাথে হওয়া সমঝোতার শর্ত লঙ্ঘন করে সংঘাতে লিপ্ত হতে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। গত ১১ জুন জেএসএস’র সশস্ত্র দুর্বৃত্তরা পানছড়ি ও দীঘিনালায় ইউপিডিএফ সদস্যদের ওপর হামলার পর আবারো আজ সকালে দীঘিনালায় সশস্ত্র হামলা চালিয়ে ইউপিডিএফ সদস্য জীবন ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে।

বক্তারা জেএসএস(সন্তু লারমা)-এর এই কাপুরুষোচিত হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

তারা আরো বলেন, শাসকগোষ্ঠী ভাইয়ে ভাইয়ে সংঘাত জিইয়ে রেখে ফায়টা লুটতে চায়। এজন্য তারা জেএসএস-কে উস্কে দিয়ে নতুন করে সংঘাত বাঁধিয়ে দিতে চাইছে। আর জেএসএস এই ফাঁদে পা দিযে জাতি ধ্বংসী সংঘাতে জড়াচ্ছে।

বক্তারা শাসকগোষ্ঠীর ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে অবিলম্বে জাতির ধ্বংসী ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধানের মাধ্যমে অধিকারহারা জনগণের জন্য ইউপিডিএফের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার জন্য জেএসএস-এর প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা ইউপিডিএফ সদস্য জীবন ত্রিপুরাকে হত্যার সাথে জড়িত জেএসএস (সন্তু লারমা) মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *