জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা-মামলার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি।। জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি এবং ঢাকায় পিসিপি সভাপতি সুনয়ন চাকমাসহ প্রগতিশীল ছাত্র নেতাকর্মীদের উপর হামলা-মামলার প্রতিবাদে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

আজ মঙ্গলবার (৯ আগস্ট ২০২২) দুপুরে খাগড়াছড়ি সদরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক শান্ত চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলার আহ্বায়ক এন্টি চাকমা ও পিসিপি খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি নরেশ ত্রিপুরা।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের মতামত না নিয়ে জ্বালানী তেলের দাম বৃদ্ধি করেছে। সরকারের এই মনগড়া সিদ্ধান্তে দেশের বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠলেও সরকার তার সিদ্ধান্তে অনড় রয়েছে। তারই প্রতিবাদে গত ৭ আগস্ট ঢাকায় শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। এতে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের ২২ জনের অধিক নেতা-কর্মী আহত হন এবং অনেকেই মারত্মকভাবে জখম হন। এই পুলিশি হামলার প্রতিবাদে পরদিন টিএসসিতে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো আবারো বিক্ষোভ মিছিল করলে পুলিশ পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমাসহ বেশ কয়েকজন ছাত্র নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বক্তারা আরো বলেন, সরকার এই ফ্যাসিস্ট শাসনকে টিকিয়ে রাখার জন্য আইন-আদালতকে কুক্ষিগত করে শাসন-শোষণ অব্যাহত রেখেছে। বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম কমলেও সরকারে উল্টো দাম বৃদ্ধি করে জনগণের ওপর জুলুমবাজী শুরু করেছে।

বক্তারা বলেন, পাহাড় ও সমতলে যাতে ন্যায়সংগত আন্দোলন তীব্র না হয় সে কারণে ফ্যাসিস্ট সরকার প্রতিবাদী ছাত্র সমাজকে দমিয়ে রাখার জন্য মামলা-হামলা ও জেল জুলুমের ভয় দেখিয়ে আন্দোলন স্তব্দ করে দেওয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। গণতন্ত্রের কথা বলা হলেও প্রকৃতভাবে নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের কন্ঠরোধ করা হচ্ছে।

বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, হামলা, মামলা, নিপীড়ন-নির্যাতন করে জনগণের আন্দোলন দমিয়ে রাখতে পারবেন না। এদেশের জনগণ আর সরকারের অন্যায় জুলুম বরদাস্ত করবে না। সরকারের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ রুখে দাঁড়াবে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে জ্বালানী তেলের দাম কমানোসহ প্রগতিশীল ছাত্র নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও সমাবেশে হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *