নিজস্ব প্রতিনিধি।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন এবং অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরনের আহ্বান জানিয়েছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
চবি শাখার সভাপতি মিটন চাকমা ও সাধারণ সম্পাদক সোহেল চাকমা আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর ২০২২) সংবাদ মাধ্যমে দেওয়া এক যুক্ত বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রমাণ করে যে, চারুকলা ইনস্টিটিউটের প্রশাসন অব্যবস্থাপনায় ভরপূর এবং শিক্ষার্থীদের মৌলিক দাবি পূরনে তাঁরা ব্যর্থ এবং সর্বোপরি শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে তাঁরা ব্যর্থ হয়েছেন। তাই মৌলিক দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীদের এখন এক দফা এক দাবি মূল ক্যাম্পাসে চারুকলাকে ফেরত আনতে হবে।
নেতৃদ্বয় আরো বলেন, শিল্প-সাহিত্য ও চারুকলার জ্ঞান মানুষের সুকুমার বৃত্তি বিকাশ এবং জাতি ও রাষ্ট্র গঠনে মনস্তাত্ত্বিকভাবে ভূমিকা রাখে। তাই ক্যাম্পাসের মূল প্রাণ কেন্দ্রে চারুকলা ইনস্টিটিউটকে ফেরত আনতে প্রশাসনকে অতিশীঘ্রই কার্যকর ভূমিকা নিতে হবে। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সাতাশ হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলেই চারুকলা জ্ঞানের সুকুমার বৃত্তি থেকে বিচ্ছিন্ন হয়ে আসছে । তাই প্রশাসনের সহযোগিতায় এই বিচ্ছিন্ন মনোভাব লাঘব হোক সেটাই আমাদের প্রত্যাশা।