নিজস্ব প্রতিনিধি।। গুইমারায় গতকাল সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা আগুনকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
আজ শনিবার (৩ সেপ্টেম্বর ২০২২) সকাল ১১টার সময় মানিকছড়ি সদরের জামতলা এলাকায় মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ঈশান মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র মানিকছড়ি ইউনিটের সংগঠক অংচিং মারমা ও পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পদাক অংসালা মারমা।
বক্তারা গুইমারায় ইউপিডিএফ সংগঠক অংথোই মারমাকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় নব্যমুখোশ সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। খুনি-সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে সেনাবাহিনী মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করছে বলে বক্তারা অভিযোগ করেন।
বক্তারা বলেন, অংথোই মারমার মতো ইউপিডিএফ নেতা-কর্মীকে হত্যা করে আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন দমিয়ে রাখা যাবে না। পার্বত্য চট্টগ্রামে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া জনগণকে সাথে নিয়ে আন্দোলন চলবে।
বক্তারা অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে ডাকা আগামীকাল রবিবার (৪ সেপ্টেম্বর) আধাবেলা সড়ক অবরোধ সফল করার জন্য নেতা-কর্মীসহ মানিকছড়ি উপজেলার সকল জনসাধারণের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে অংথোই মারমা আগুন-এর খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।