কল্পনা চাকমা অপহরণের ২৬ বছর উপলক্ষে সাজেকে দুই স্থানে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি।। কল্পনা চাকমা অপহরণের ২৬ বছর উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট ও মাচলঙে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ জুন ২০২২. রবিবার পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে উক্ত দুই স্থানে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

“সমর, সুকেশ, মনতোষের রক্ত বৃথা যেতে দেব না, চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস ও তার গংদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্ষান্ত হবো” শ্লোগানে বাঘাইহাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা কমিটির সহসভাপতি উজ্জ্বলা চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি লেলিন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালো বরণ চাকমা।

আলোচনা সভা শুরুতে সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অপরদিকে একই ব্যানার শ্লোগানে মাচালং এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা কমিটির সদস্য কালাবি চাকমার সভাপতিত্বে ও সাজেক অঞ্চল কমিটির সদস্য ছায়া চাকমার সঞ্চালনায় ইউপিডিএফ সংগঠক লঙ্কা চাকমা ও নিরোধ চাকমা এবং সাবেক যুব নেতা সুমন চাকমা।

এসব সভায় বক্তারা বলেন, আজ থেকে ২৬ বছর আগে ১৯৯৬ সালের ১২ জুন বাঘাইছড়ি নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর কমাণ্ডার লে. ফেরদৌসের নেতৃত্বে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। কিন্তু দীর্ঘ ২৬ বছরেও এই রাষ্ট্র কল্পনা চাকমার কোন হদিস দিতে পারেনি। বিচার তো দূরেই থাক চিহ্নিত অপহরণকারীদেরও এখনো আইনের আওতায় আনা হয়নি। যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনীর সন্ত্রাস, খুন, গুম, নির্যাতন চলমান রয়েছে।

বক্তারা আরো বলেন, কল্পনা চাকমা পার্বত্য চট্টগ্রামে একজন সংগ্রামী নারীর নাম। শাসকগোষ্ঠির অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার। যার কারণে তিনি শাসকগোষ্ঠির টার্গেটে পরিণত হয়েছিলেন এবং তাকে অপহরণ করে গুম করা হয়েছে। শাসকগোষ্ঠি শুধু কল্পনা চাকমাকে অপহরণ করে ক্ষান্ত হয়নি, তারা কল্পনা অপহরণের প্রতিবাদে অংশ নেওয়া রূপন চাকমাকে গুলি করে হত্যা এবং সমর, সুকেশ ও মনোতোষ চাকমাকে গুম করেছে।

বক্তারা অবিলম্বে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকালী লে. ফেরদৌস ও তার গংদের আইনের আওতায় এনে যথোপযুক্ত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *