উদ্ধারকৃত বুদ্ধমূর্তি ফেরত দেয়ার দাবিতে মানিকছড়িতে ভিক্ষু সংঘের মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক।। বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ি পশ্চিম পাড়ার (লালটিলা) বাসিন্দা নুর আলম-এর বাড়ি থেকে উদ্ধারকৃত শ্বেত পাথরের বুদ্ধমূর্তি মানিকছড়ি ভিক্ষুসংঘের নিকট হস্তান্তরসহ কয়েকটি দাবিতে মানিকছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৌদ্ধ ভিক্ষু ও এলাকার বৌদ্ধধর্মাবলম্বী জনসাধারণ।

আজ শনিবার (২ এপ্রিল ২০২২) দুপুরে মানিকছড়ি উপজেলা ভিক্ষুসংঘের আয়োজনে মানিকছড়ি গিরি মৈত্রী কলেজ গেট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানারে অংশগ্রহণ করেন। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, কুকিছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতিসারা ভিক্ষুসহ বিভিন্ন বিহারের বৌদ্ধ ভিক্ষুগণ ও এলাকার শত শত বৌদ্ধধর্মাবলম্বী জনসাধারণ অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও সমাবেশ থেকে ৫ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-১. উদ্ধারকৃত বুদ্ধমূর্তিটি সম্মানের সহিত মানিকছড়ি ভিক্ষুসংঘের নিকট হস্তান্তর করা, ২. বুদ্ধমূর্তি পাচারকারী নূর আলমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার, ৩.  প্রভাব খাটিয়ে বুদ্ধমূর্তি পাচারকারী নূর আলমকে ছেড়ে দেয়ার কারণে মানিকছড়ি থানা ওসিকে প্রত্যাহার, ৪. নূর আলম বুদ্ধমূর্তিটি কোথায় থেকে পেয়েছে তা খুঁজে বের করতে ভিক্ষু সংঘের দুই সদস্যকে অন্তর্ভুক্ত করে একটি তদন্ত কমিটি গঠন করা এবং ৫. বুদ্ধমূর্তিকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ যেন হয়রানি না হয় তার জন্য প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করা।

সমাবেশ শেষে তারা একটি মিছিলও বের করেন।

উল্লেখ্য, গত ২১ মার্চ মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি পশ্চিম পাড়া (লালটিলা) এলাকার বাসিন্দা নূর আলমের বাড়ি থেকে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদর সহযোগিতায় একটি শ্বেতপাথরের বুদ্ধমূর্তি উদ্ধার করেন ভিক্ষুসংঘসহ স্থানীয়রা। পরে খবর পেয়ে মানিকিছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করলে চেয়ারম্যান বুদ্ধমূর্তিটি থানায় হস্তান্তর করেন।

পরে থানার ওসি বুদ্ধমূর্তি পাচারকারী নূর আলমকে রক্ষা করতে মিথ্যার আশ্রয় নেন। তিনি মূর্তিটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে আর এ সময় পাচারকারীরা পালিযে গেছে বলে সাংবাদিকদের জানান। পরে তিনি মূর্তিটিকে খাগড়াছড়ি জেলা আদালতে পাঠিয়ে দেন। মূর্তিটি এখনো আদালতের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও ভিক্ষুসংঘের অভিযোগ, মানিকছড়ি থানার ওসি মোটা অংকের টাকার বিনিময়ে বুদ্ধমূর্তি পাচারকারী নূর আলমকে ছেড়ে দিয়েছে।

এদিকে, একই দাবিতে আগামীকাল রবিবার (৩ এপ্রিল ২০২২) সকালে খাগড়াছড়ি শহরে মানববন্ধন, মৌন মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে ভিক্ষু সংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *