ইউপিডিএফ নেতা নবায়ন চাকমাকে হত্যার প্রতিবাদে সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের বিক্ষোভ


নিজস্ব প্রতিনিধি।।
সেনা নির্যাতনে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমাকে হত্যা ও মহালছড়িতে পাহাড়িদের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২২) বিকালে রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহবত শোভন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার এবং সভা পরিচালনা করেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের দপ্তর সম্পাদক আব্দুল মমিন।

বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সোহবত শোভন বলেন, পাহাড়ে এক ভয়াবহ পরিস্থিতি কায়েম রয়েছে। ৭১ পরবর্তী সময় থেকেই নানা সময়ে নানাভাবে এখানকার শোষকরা পাহাড়ের জাতিসত্ত্বা গুলোকে গ্রাস করে চলেছে এবং পাহাড়ে প্রতিনিয়ত হত্যা, গুম, খুন হচ্ছে। এটিও একটি হত্যাকাণ্ড। তিনি আরো বলেন, পাহাড়ি জাতিসত্তাগুলোর আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে ও পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে।

পিসিপির সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা বলেন, পাহাড়ের জাতিসত্তাগুলোর ভাষা, সংস্কৃতিকে গ্রাস করা হচ্ছে। তাদের নিজস্ব ভূমি দখল করে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আর সেনা শাসন থাকার কারণে সেনাবাহিনী নিত্যদিন পাহাড়িদের উপর নির্যাতন-নিপীড়ন হত্যা, গুম, খুন চালাচ্ছে। তারই অংশ হিসেবে সেনাবাহিনী নবায়ন চাকমাকে হত্যা করেছে এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এর আগেও কল্পনা চাকমা থেকে শুরু করে অনেক গুম, খুন করা হয়েছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, পাহাড়ে সেনা শাসন কায়েম করে এই আওয়ামী ফ্যাসিবাদ পাহাড়ি জাতিসত্তাগুলোর উপর এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। আওয়ামীর মদদে সেনাবাহিনী পাহাড়ে হত্যাকাণ্ড চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই নবায়ন চাকমার হত্যাকাণ্ড। আবার সমতলেও এই আওয়ামী ফ্যাসিবাদ জনগণের উপর চেপে বসেছে। আওয়ামী সরকারই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে।

সমাবেশ থেকে সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ অনতিবিলম্বে নবায়ন চাকমা হত্যাকাণ্ডে জড়িত সেনা সদস্যের বিচার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *