ইউপিডিএফের রামগড় উপজেলা সংগঠক অপু ত্রিপুরাকে সেনাবাহিনী কর্তৃক অন্যায়ভাবে গ্রেফতার-নির্যাতন ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গুইমারায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর গুইমারা ও মাটিরাঙ্গা শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশ থেকে অপু ত্রিপুরাসহ এ যাবত আটক সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বক্তারা।

আজ রবিবার (৭ জুন) সকাল ১০টায় বাইল্যাছড়ি এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি’র মাটিরাঙ্গা শাখার সহ সভাপতি অনিমেষ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র মাটিরাঙ্গা উপজেলা সভাপতি শান্ত চাকমা ও গুইমারা উপজেলা সভাপতি হেমন্ত চাকমা।
“অন্যায় গ্রেফতার, নির্যাতন ও জেলগেটে অন্যায় আটক বন্ধ কর” এই শ্লোগানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা গত বৃহস্পতিবার সেনাবাহিনী কর্তৃক অপু ত্রিপুরাকে গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণকে অধিকার বঞ্চিত রাখতে অধিকারর প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রগামী সংগঠন ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলোর ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। একের পর এক নেতা-কর্মীদের অন্যায় ধরপাকড়, বিচার বহির্ভুত হত্যা, মিথ্যা মামলা, জেল-জুলুমসহ নানাভাবে নিপীড়ন চালানো হচ্ছে। গণতান্ত্রিক কর্মসূচি পর্যন্ত পালন করতে দেওয়া হচ্ছে না।
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যতই দমন-পীড়ন চালানো হোক না কেন পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের লড়াইকে থামানো যাবে না। নিপীড়িত-নির্যাাতিত জনগণের অধিকার পূর্ণস্বায়ত্তশাসন আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ লড়াই চালিয়ে যেতে বদ্ধ পরিকর।
বক্তব্যে বক্তারা অবিলম্বে অপু ত্রিপুরাসহ আটক ইউপিডিএফ ও তার সহযোগী সকল নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।