আদিবাসী বা Indigenous peoples কারা?

আদিবাসী বা Indigenous peoples কারা?
বিশ্বের বিভিন্ন দেশের ইন্ডিজেনাস বা আদিবাসীদের বৈচিত্রতাকে বিবেচনা করে আদিবাসী বা ইন্ডিজেনাস’র একক কোন সংঙ্গা জাতিসংঘ দেয়নি। বরং কিছু নির্দ্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিক্তি করে ইন্ডিজেনাস বা আদিবাসী বিষয়ে একটি আধুনিক ধারণা বা মর্ডান আন্ডারস্টেন্ডিং প্রদান করা হয়েছে,সেগুলো হল_আদিবাসী বা ইন্ডিজেনাস পিপলস বলতে তাদেরকে বোঝাবে:
১। যারা ব্যক্তি পর্যায়ে নিজেকে আদিবাসী হিসেবে চিন্থিত করে এবং সংশ্লিষ্ট
জনগোষ্ঠীও সেসব ব্যক্তি বা ব্যক্তিদেরকে আদিবাসি হিসেবে স্বীকৃতি দেয়;
২। উপনিবেশীকরণ বা অন্যদের বসতি স্থাপনের আগে থেকে নির্দিষ্ট এলাকায় বসবাসের
যাদের ঐতিহাসিক ধারাবাহিকতা রয়েছে;
৩। ভূমি ও ভূখন্ড এবং পারিপার্শ্বিক প্রাকৃতিক সম্পদের সাথে যাদের সম্পর্কের নিবিড়তা
রয়েছে;
৪। মূলধারা বা ক্ষমতায় অধিষ্ঠিত জনগোষ্ঠী হতে যাদের সামাজিক,অর্থনৈতিক ও
রাজনৈতীক ব্যবস্থার ভিন্নতা রয়েছে;
৫। মূলধারা বা ক্ষমতায় অধিষ্ঠিত জনগোষ্ঠী হতে যাদের ভাষা,সংস্কৃতি ও বিশ্বাসের
ভিন্নতা রয়েছে;
৬। যারা মূলধারা বা ক্ষমতায় অধিষ্ঠিত জনগোষ্ঠীর বা রাষ্ট্রীয় ক্ষমতার অংশ নয়;
৭। মূলধারা বা ক্ষমতায় অধিষ্টিত জনগোষ্ঠী হতে ভিন্ন জনগৌষ্ঠী হিসেবে যারা তাদের
পূর্বসুরীদের হতে বংশপরম্পরায় প্রাপ্ত রীতি- নীতি ও আচার-পদ্ধতি বজায় রাখতে চায় এবং
পরবর্তী বংশধরদের নিকট সেসব জ্ঞান ব্যবস্থা হস্তান্তর করে যেতে বদ্ধপরিকর।।
“আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে ঐক্যবদ্ধ হোন”
 Who are indigenous or indigenous peoples?
 Indigenous countries of the world or Considering the diversity of indigenous peoples
 Indigenous or Indigenous single The United Nations did not. Rather a distraction on certain traits
 One of indigenous or indigenous issues Modern concept or Modern Understanding Granted, they are – tribal or
 Indigenous people call them will mean:
 1. Individuals who are themselves indigenous at the individual level As identified and concerned
 The population is also those people or individuals Recognizes as indigenous;
 2. Colonization or settlement of others Prior to living in certain areas
 Those who have historical continuity;
 3. Land and terrain and surrounding natural The intimacy of the people with whom they belong
 Contains;
 4. The mainstream or power-holding population Be those whose social, economic and
 Political systems are different;
 5. The mainstream or power-holding population Be those whose language, culture and beliefs
 There are differences;
 6. Those who are in the mainstream or in power Not part of the population or state power;
 7. The mainstream or populist population People who are different as people
 Ancestry, Wants to maintain policies and practices and All those katan systems to the next generation
 Obliged to go away.
”Constitutional recognition of indigenous peoples Unite in claim “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *