আইন বহির্ভুত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রামে আইন বহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ  মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফভুক্ত তিন সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) রাঙামাটি জেলা শাখা। 
একই দাবিতে নান্যাচর ও লংগদু উপজেলায়ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘আমরা শান্তি ও নিরাপত্তা চাই’ এই শ্লোগানে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২০) সকালে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক ধর্মসিং চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক  নয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জেসিকা চাকমা প্রমুখ।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক আইন ও বিচার বহির্ভুত হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও সরকার পরিকল্পিতভাবে এ দলটির ওপর রাজনৈতিক দমন-পীড়ন জারি রেখেছে এবং কথিত গোলাগুলি ও ক্রসফায়ারের নামে নেতা-কর্মীদের বিনা বিচারে হত্যা, গুম করছে এবং অন্যায়ভাবে গ্রেফতার, মিথ্যা মামলাসহ নানা হয়রানি করছে। শুধু তাই নয় সরকারের সাথে চুক্তি স্বাক্ষরকারী দল পিসিজেএসএস-এর নেতা-কর্মীরাও রাষ্ট্রীয় বাহিনী দ্বারা বিচার বহির্ভুত হত্যাসহ নানা নির্যাতনের শিকার হচ্ছেন বলে বক্তারা উল্লেখ করেন।

বিনা বিচারে হত্যা সভ্য সমাজে ও গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো গ্রহণযোগ্য হতে পারে না মন্তব্য করে বক্তারা বলেন, কেউ যদি অপরাধ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইন-আদালত রয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হলেই তার সাজা হবে। কিন্তু আইন-আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাষ্ট্রীয় বাহিনীগুলো বিচার বহির্ভুতভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েই চলেছে।
বক্তারা বলেন, দেশে প্রত্যেক নাগরিকের সংগঠন ও রাজনীতি করার অধিকার রয়েছে। তারই ভিত্তিতে ইউপিডিএফ জন্মলগ্ন থেকে গণতান্ত্রিকভাবে অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং ২০০১ সাল থেকে প্রত্যেকটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। কিন্তু সরকার অত্যন্ত ঘৃণ্যভাবে ইউপিডিএফের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন ও নেতা-কর্মীদের খুন, গুম করে পার্বত্য চট্টগ্রামে ত্রাসের পরিস্থিতি তৈরি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বক্তারা জুম্ম জনগণের ন্যায়সঙ্গত অধিকারের দাবিতে আন্দোলনরত নেতা-কর্মীদের ওপর দমনপীড়ন ও বিচার বহির্ভুত হত্যা বন্ধ করা, আটক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা-হুলিয়া তুলে নেয়াসহ পার্বত্য চট্টগ্রামে প্রকৃত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
একই দাবিতে নান্যাচরেও তিন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় অনুষ্ঠিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের প্রিয়তন চাকমার সঞ্চালনায় ও পিসিপি’র রাঙামাটি জেলা সহ-সভাপতি রিপন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা সভাপতি রহিম চাকমা। এছাড়া সমাবেশে উপস্থিত থেকে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সুশান্তি চাকমা( কার্বারী) ও শংকর চাকমা (কার্বারী) প্রমুখ।
সমাবেশ থেকে আইন বহির্ভুত হত্যা-গুম বন্ধসহ নিখোঁজ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়।

এছাড়া লংগদু উপজেলায় এলাকাবাসীর উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার মুরুব্বী সাধন চাকমা ও নিত্যলাল চাকমা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *