আইন বহির্ভুত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে মহালছড়িতে বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রামে আইন ও বিচার বহির্ভুত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) ইউপিডিএফ-এর মহালছড়ি ইউনিটের উদ্যোগে এ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক দিগন্ত চাকমা ও প্রকাশ চাকমা।
বক্তারা বলেন, নিপীড়িত জনগণের ন্যায্য অধিকারের দাবিতে ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলন দমনের জন্যই সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে কথিত ‘গোলাগুলির’ নাটক সাজিয়ে ইউপিডিএফের নেতা-কর্মীদের বিনা বিচারে হত্যা করছে এবং জনগণের ওপর অন্যায় দমন-পীড়ন চালাচ্ছে।

সরকার পার্বত্য চট্টগ্রামে অশান্তি ও অরাজকতা জিইয়ে রাখতে চায় মন্তব্য করে বক্তারা বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে দমন-পীড়ন চালিয়েও ক্ষান্ত না হয়ে পৃষ্ঠপোষিত সন্ত্রাসীদের ব্যবহার করে খুন, গুম, অপহরণসহ নানা অত্যাচার চালানো হচ্ছে। ইউপিডিএফ ছাড়াও সরকারের সাথে চুক্তি স্বাক্ষরকারী দল পিসিজেএসএস-এর নেতা-কর্মীরাও বিচার বহির্ভুত হত্যাসহ নানা নিপীড়নের শিকার হচ্ছেন।
সমাবেশ থেকে বক্তারা বিচার বহির্ভুত হত্যাকাণ্ড ও অন্যায় দমন-পীড়ন বন্ধ করা ও পার্বত্য চট্টগ্রামে প্রকৃত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *