সরকার গঠন হলে ৩১ দফা একযোগে বাস্তবায়ন করা হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘রাষ্ট্র পুনর্গঠনে ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। সংস্কারের বিষয়ে আড়াই বছর আগে সমমনা দলগুলোর সঙ্গে বিএনপি এসব জাতির সামনে তুলে ধরেছিল। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে সবাইকে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।’’

শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

সম্মেলনে প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করায় দেশের চিকিৎসকদের ধন্যবাদ জানান তারেক রহমান। পরে তিনি বলেন, ‘‘বাংলাদেশের মানুষ ভালো পরিবর্তন চায়, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর জনগণ আশা করে পরিবর্তন আসবে। সামনের দিনগুলো যেন ভালো হয়, সে জন্য সবাই বিএনপির কাছে পরিবর্তন চায়।’’

তারেক রহমান আরও বলেন, ‘‘গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে হবে। সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তুললে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা সৃষ্টি করা সম্ভব।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *