বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, “দীর্ঘ ১৭ বছর পর আমরা মুক্ত পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কারণ, বিএনপিকে নিয়ে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, তাই চক্রান্ত-ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।”
তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) হবিগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
জিকে গউছ বলেন, “বিএনপিকে ধ্বংস করার জন্য ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছিল। শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করেছিলেন, যাতে বিএনপিকে ধ্বংস করা যায়। তিনি দেশনায়ক তারেক রহমানকেও মিথ্যা মামলায় সাজা দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনার এসব ষড়যন্ত্রেও বিএনপিকে ধ্বংস করা সম্ভব হয়নি। বরং বিএনপি আরও সুসংগঠিত হয়েছে।”
তিনি আরও দাবি করেন, “শেখ হাসিনা তার দলবল নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু বিএনপি সবসময় দেশের হাল ধরে রেখেছে। আওয়ামী লীগ বারবার দেশকে ধ্বংসের মুখে ফেলে পালিয়ে গেছে, কিন্তু বিএনপি কখনও দেশ ছেড়ে পালায়নি।”
এ দিন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছের নেতৃত্বে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. নুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।