বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবের বক্তব্য: আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে পৃথক তিনটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

টিএস আইয়ূব বলেন, “একটি রাজনৈতিক দল যারা পূর্বে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে মাত্র ১৮টি আসনে জয়লাভ করেছিল এবং এককভাবে নির্বাচনে মাত্র ৩টি আসন পেয়েছিল, তারা এখন আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে।” তিনি পিআর পদ্ধতির মতো উদ্ভট দাবি তুলে তাদের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা নিয়ে সতর্ক করেন এবং সবাইকে এদের বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানান।

এ বৈঠকটি বাঘারপাড়া উপজেলা বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয়। এতে দলের ইউনিয়ন কমিটির সভাপতি মনিরুজ্জামান তপন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান।

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, বন্দবিলা ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন ভুট্রো, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম আক্তার সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে তৃণমূল পর্যায়ের নারী-পুরুষ অংশ নেন এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *