বিএনপি সরকারের অধীনে প্রতিটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বা নির্বাচিত হলে প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যা মায়েদের নামে থাকবে। নারীর সম্মানের জন্য এই পদক্ষেপ নেওয়া হবে। দেশের মানুষের জন্য আমরা কাজ করব, এটি আমাদের অঙ্গীকার।” তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে যে, বাংলাদেশে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু নেই, সবাই বাংলাদেশি। বিএনপি নেতৃত্বাধীন সরকার এ ক্ষেত্রে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য কাজ করবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী মহাশ্মশান ঘাটে শ্রী শ্রী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

টুকু আরও বলেন, “যারা নিজের পরিচয় লুকিয়ে অন্যের ব্যানারে রাজনীতি করেছেন, তারা এখন প্রকাশ্যে এসে অন্য নীতিতে রাজনীতি করছে। তাদের মোনাফেক বলা হয়। মুনাফেকদের বাংলাদেশের মানুষ কখনও গ্রহণ করবে না।” তিনি উল্লেখ করেন, “আমরা যা বলি, তা বাস্তবায়ন করার চেষ্টা করি। জিয়াউর রহমান, খালেদা জিয়া, এবং তারেক রহমানও তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন এবং ভবিষ্যতেও তা করবেন।”

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, “এ দেশে জাতিভেদ চিন্তা করা যাবে না, মানবিকতার ভিত্তিতে আমাদের পথ চলতে হবে। সবাই মিলে আমাদের দেশের উন্নতি করতে হবে।”

তিনি বলেন, “পূজা যাতে সবাই সুষ্ঠুভাবে পালন করতে পারে, সে জন্য গতবারও নিরাপত্তার ব্যবস্থা করেছে বিএনপি এবং এবারও বিএনপি আপনাদের পাশে থাকবে।”

পোড়াবাড়ী মহাশ্মশান ঘাটের সভাপতি সুশীল রাজবংশীর সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে সুলতান সালাউদ্দিন টুকু ৫ জনের হাতে হুইলচেয়ার তুলে দেন। পরে তিনি ফিতা কেটে পোড়াবাড়ী মহাশ্মশান ঘাটে শ্রী শ্রী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও মন্দিরের পূজারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *