
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রত্যেক নিহতের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেবেন।
তিনি আর জানান, ক্ষমতায় এলে বিএনপি আবাসিক এলাকায় শিল্পায়নসহ সমন্বয়হীনতার ঘাটতি পূরণে কাজ করবে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টায় রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক নিহত প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেবে। এ ছাড়াও ক্ষমতায় এলে বিএনপি আবাসিক এলাকায় শিল্পায়নসহ সমন্বয়হীনতার ঘাটতি পূরণে কাজ করবে।
এছাড়াও সন্ধ্যার পর থেকে ঘটনাস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও এখানে জড়ো হন উৎসুক জনতা।
ঘটনাস্থলে আসা শিক্ষার্থী কারিমা ইসলাম টুম্পা বলেন, বাসার পাশে এত বড় ঘটনা, তাই দেখতে এসেছি। এখনো আগুন নেভেনি। সর্বশেষ পরিস্থিতি কী তাই বুঝতে চাচ্ছি।
স্থানীয় বাসিন্দা আবদুর রশিদ জানান, আগুন লাগা ভবনটির পাশের একটি পোশাক কারখানায় তাঁর স্ত্রী কাজ করেন। তাই কৌতূহল থেকে দেখতে এসেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চারতলা ভবনের আর এন ফ্যাশন নামে পোশাক কারখানা ও পাশের শাহ আলমের রাসায়নিকের গুদামে আগুন লাগে। বিকেলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তল্লাশি এখনো চলমান। পাশের যে কেমিক্যাল গোডাউন রয়েছে, সেখানে এখনও আগুন জ্বলছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। ওখানে কাউকে যেতে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে, ড্রোন দিয়ে কার্যক্রম করছি।’
আগুনে নেভানোর চেষ্টার মধ্যে বিকেল সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম ৯ মরদেহ উদ্ধারের কথা জানান। এরপর সন্ধ্যায় ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে।