বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শঙ্কা প্রকাশ করেছেন যে, দেশে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকে, তবে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। তিনি বলেন, “যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, যেমনটি স্বাধীনতার পর বা ওয়ান ইলেভেনের পর হয়েছিল, তাহলে দেশ ও জনগণের জন্য বিপদ সৃষ্টি হতে পারে।” তিনি কুমিল্লার টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপির দ্বি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “গত ১৬ বছর বাংলাদেশে একটি রাজনৈতিক ডাকাতি ছিল, যা আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করা হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হয়েছে। এখন আমাদের উদ্দেশ্য দেশ গড়া, আর তার জন্য ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।” তিনি আরও বলেন, “এমন পরিস্থিতিতে আমাদের গুপ্ত স্বৈরাচার থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে হবে।”
সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও বক্তব্য রাখেন। তিনি ইসলাম ও রাজনীতির সম্পর্ক নিয়ে মন্তব্য করে বলেন, “যারা ইসলাম ধর্মের নামে আলাদা কোনো রাজনৈতিক বাঙ তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। ইসলাম কোনো রাজনৈতিক শক্তি নয়; এটি ধর্ম।” তিনি আরও বলেন, “একাত্তরের চেতনা এবং চব্বিশের চেতনা যেন কেউ বিক্রি করতে না পারে, সেজন্য আমাদের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।”
এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সহ আরও অনেকে বক্তব্য দেন।
সম্মেলন শেষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়া, বিএনপির অন্যান্য নেতারা দলে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং সাংগঠনিক কর্মকাণ্ডের ব্যাপারে আলোচনা করেন।