জামায়াতে ইসলামী’র আমির শফিকুর রাহমান মাওলানা কে এম মামুনুর রশিদ-এর নিখোঁজ হওয়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবী করেছেন যে, এই জুলাই যোদ্ধা-কে দ্রুত উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। একই সঙ্গে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, যার ব্যাপারে তারা তেমন কোনো স্পষ্টতা পাচ্ছেন না।
শফিকুর রাহমান তার ফেসবুক আইডিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে লিখেছেন,
“মাওলানা মামুনুর রশিদ তিন দিনেরও অধিক সময় ধরে নিখোঁজ। তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তার অবস্থান চিহ্নিত করে দ্রুত উদ্ধার করে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া হোক।”
তিনি আরও বলেন,
“আমরা জানতে পেরেছি, পরিবারটি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। তবে প্রশাসনের ভূমিকা আমাদের কাছে স্পষ্ট নয়। সবকিছুর পরে আমরা তাকে দ্রুত ফেরত চাই।”
এ ঘটনায় নিখোঁজ মাওলানা রশিদের পরিবার ও দলীয় নেতৃবৃন্দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত রশিদ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তার নিখোঁজ হওয়ার খবর শোনা যাচ্ছে তিন দিন ধরে, যার কারণে তার পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছে।
প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে শফিকুর রাহমান বিষয়টির সমাধানে সরকারী হস্তক্ষেপ আশা করেছেন।