চট্টগ্রামের আনোয়ারায় ছাত্রদলের হামলায় ছাত্রশিবিরের দুই নেতা আহত, থানায় অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালী বাজারে ছাত্রদলের সদস্যদের হামলায় ছাত্রশিবিরের দুই নেতা আহত হয়েছেন। হামলার শিকার হয়েছেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. মিশকাতুল ইসলাম।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে, যার পর মিশকাতুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি জানান, তারা জয়কালী বাজারের ওয়ালটন প্লাজার সামনে দাঁড়িয়ে ছিলেন, তখন আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের পাঁচ সদস্য—তারেক জিয়া, মোহাম্মদ শাওন, মোহাম্মদ মাহিন, মো. সিফাত ও মো. জাবেদ তাদের কাছে এসে পরিচয় জিজ্ঞেস করে এবং বোরহান উদ্দিন ও জুয়েলের কাছে যেতে বলে। মিশকাতুল তাদের ব্যস্ততার কথা জানিয়ে ফোনে যোগাযোগ করতে বললে, অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা করে।

এ সময় হামলাকারীরা কলেজে গেলে তাদের হত্যা ও লাশ গুম করার হুমকি দেয়। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম জেলা পশ্চিম ছাত্রশিবিরের সেক্রেটারি ফরমানুর জাহিন তীব্র নিন্দা জানিয়ে বলেন, “৫ আগস্টের পর যখন তরুণরা নতুন ধারার রাজনীতি করতে চায়, তখন ছাত্রদলের নেতাকর্মীরা শক্তি প্রয়োগ করতে চায়। এটি দুঃখজনক।” তিনি দাবি করেন, হামলার ঘটনায় যথাযথ বিচারের আহ্বান জানান।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন। তিনি বলেন, “আমরা কলেজের ভর্তি কার্যক্রমে ব্যস্ত ছিলাম। কলেজের বাইরে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা আমি জানি না।”

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “বিষয়টি আমি শুনেছি। একপক্ষ অভিযোগ করেছে এবং এটি তদন্তাধীন রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *