যুক্তরাষ্ট্রে বিএনপির সফর দলের সদস্যদের হেনস্তা ও ডিম ছোড়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এই ঘটনা আবারও প্রমাণ করে যে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তারা কখনোই তাদের অপশাসন এবং অন্যায়ের জন্য অনুশোচনা করেনি।”
নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে সোমবার ঘটে যাওয়া এই ঘটনার সমালোচনা করে তিনি আরও বলেন, “আওয়ামী লীগের এই আচরণ তাদের চিরাচরিত চরিত্রকে ফুটিয়ে তুলেছে। তারা যা করেছে, সেটা সবকিছুর বিরুদ্ধে তাদের আগ্রাসী মনোভাব এবং অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিফলন।”
এদিন নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণের জন্য সফরে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
সোমবার বিকাল ৩টায় তাদের বিমানবন্দরে পৌঁছানোর পর আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূস-বিরোধী স্লোগান দেন এবং গালিগালাজ করেন। এর মধ্যে আখতার হোসেনের গায়ে ডিম ছোড়া হয়। এ ঘটনায় মির্জা ফখরুল বলেন, “এয়ারপোর্টের এই ঘটনা আবারও প্রমাণ করেছে যে, আওয়ামী লীগ কতটা অপরাধী এবং স্বেচ্ছাচারী দল।”
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, “এরা কখনোই গণতান্ত্রিক আচরণ প্রদর্শন করতে পারে না, এবং তারা জনগণের প্রতি কোনো ধরনের সম্মান প্রদর্শন করে না।”