অন্য দল নিয়ে বক্তব্যের ক্ষেত্রে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা উচিত

কোনো রাজনৈতিক দলের ব্যাপারে অন্য কোনো দলের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা উচিত বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রোববার জামায়াতে ইসলামী নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যের জবাবে এ কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বিবিসি বাংলাকে বলেন, যে–কোনো দলের ব্যাপারে অন্য দলের শিষ্টাচার বজায় রেখে মন্তব্য করা ভালো। ব্লেম গেম বা দোষারোপের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ পুরনো রাজনৈতিক ধারা এটাই ছিল।

তিনি বলেন, রাজনীতির সেই পুরনো ধারা থেকে বের হয়ে আমরা চেয়েছিলাম ব্লেম গেমের রাজনীতিকে বিদায় করতে। আমরা চাই ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি করতে। সেটাই প্রত্যাশা ছিল আমাদের। তিনি মনে করেন, কোনো দল বা ব্যক্তি যখন সামঞ্জস্যতা কিংবা রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলে তখন যে–কোনো কিছুই বলতে পারে। সেটা যে–কোনো দলের কৌশল কিংবা রাজনৈতিক অবস্থান।

এনসিপিকে প্রসঙ্গে আজাদ বলেন, যারা নিজেরা জাতিকে স্বপ্ন দেখানোর কথা বলে, যারা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ার কথা বলে, সে জায়গা থেকে তাদের সবাইকে ইতিবাচক মনোভাব নিয়েই কাজ করা উচিত। তিনি মনে করেন, এই ধরনের বক্তব্য ছিল পুরনো রাজনৈতিক ধারা। যে কারণে এনসিপিরও উচিত ছিল দায়িত্বশীলতা ও সৌজন্যতাবোধ বজায় রেখে মন্তব্য করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *