সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তারকাদের প্রতিবাদ

দেশের জনপ্রিয় অভিনেত্রীরা নিজেদের হাতে, গালে বা শরীরের বিভিন্ন অংশে কেউ লিখছেন যেমন ‘৯’, ‘২৪’, আবার কেউ লিখছেন ‘১০০০’ বা ‘৯৯+’। দেখে প্রথম দিকে মনে হতে পারে এটি কোনো নতুন প্রজেক্টের প্রচার। কিন্তু এর পেছনের কারণটি খুবই গুরুতর। জানা গেছে, এর কারণ ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদ।
‘মাই নাম্বার, মাই রুলস’ নামের এই আন্দোলনের মাধ্যমে বিনোদন অঙ্গনের তারকারা প্রতিদিন অনলাইনে তারা কতবার হয়রানির শিকার হন, সেই সংখ্যাটি প্রকাশ করছেন।
এই আন্দোলনের প্রথম আওয়াজ তোলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২৫ নভেম্বর তিনি গালে ‘৯’ লিখে জানান, প্রতিদিন কমপক্ষে ৯টি সাইবার হয়রানির শিকার হন তিনি। তিনি তার ক্যাপশনে লেখেন, মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখছে, কিন্তু এর পেছনে রয়েছে আমার প্রতিদিনের সংগ্রাম, ভয়, অপমান। তিশা সবাইকে নিজেদের কণ্ঠস্বর সংখ্যা দিয়ে প্রকাশ করার আহ্বান জানান।
তিশার পর এই প্রতিবাদে একে একে শামিল হন আরও অনেকে। অভিনেত্রী রুনা খান প্রকাশ করেন ‘২৪’, শবনম ফারিয়া জানান ‘১০০০’, প্রার্থনা ফারদিন দীঘি দেখান ‘৩’, মৌসুমী হামিদ জানান ‘৭২’ এবং আশনা হাবিব ভাবনা প্রকাশ করেন ‘৯’ এবং ‘৯৯+’।
এই সংখ্যাগুলো আমাদের সমাজের নারীদের প্রতিদিনের অনলাইন হয়রানি, কটূক্তি ও মানসিক নির্যাতনের এক ভয়াবহ চিত্র তুলে ধরছে। অভিনেত্রী রুনা খান উল্লেখ করেন, সাধারণ নারীও প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অগণিত হয়রানির শিকার হন।
আন্তর্জাতিকভাবে চলমান ডিজিটাল সহিংসতা বিরোধী প্রচারের অংশ হিসেবে এই ‘মাই নাম্বার, মাই রুলস’ আন্দোলন বাংলাদেশে ১৬ দিনব্যাপী চলবে। তারকারা চান, এই সংখ্যাগুলোর মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করে সমাজের ভেতরের এই সমস্যাকে আরও বড় পরিসরে সামনে আনতে। ভাবনা ‘৯৯+’ লিখে ক্যাপশনে নারীদের উৎসাহিত করেছেন যেন তারা আর জোরে আওয়াজ তোলো। তাদের একটাই আহ্বান : চুপ না থেকে সংখ্যাই হোক প্রতিবাদের ভাষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *