ফেইমের ‘দগ্ধা’ ও ‘বাল্মীকি প্রতিভা’

নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ফেইমের প্রযোজনায় মঞ্চে আসছে ভিন্ন ধারার গল্পের দুই নাটক ‘দগ্ধা’ ও ‘বাল্মীকি প্রতিভা’। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত তিনদিন নাটক দুটির প্রদর্শনী হবে। বিজ্ঞপ্তিতে ফেইম জানিয়েছে, ‘দগ্ধা’ নাটকটি লেবানিজ বংশোদ্ভূত নাট্যকার ওয়াজদী মাওয়াদের ‘ইনসেন্ডিস’ নাটকের অনুবাদ; অসীম দাশ ও অন্বেষা দাশ অনুবাদ করেছেন। খবর বিডিনিউজের।

নাটকের চিত্রনাট্যে যুদ্ধ ও যুদ্ধপরবর্তী সময়ের প্রতিহিংসায় ডুবে যাওয়া সম্পর্কগুলোর বীভৎস রূপ উঠে আসবে। নাটকে দেখানো হবে এক নারীর জীবনের আখ্যান শেষ হয় চূড়ান্ত এক বেদনার ঘটনার মধ্য দিয়ে। অসীম দাশের পরিকল্পনা ও নির্দেশনায় ফেইমের ২৯তম প্রযোজনাটি এটি। নাটকের ৫ম ও ৬ষ্ঠ প্রদর্শনী হবে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায়। শনিবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘বাল্মীকি প্রতিভা’। নৃত্যশিল্পী ও ফেইমের পরিচালক তিলোত্তমা সেনগুপ্তার নির্দেশনায় আসছে নাটকটি। দস্যু সর্দার রত্নাকরের বাল্মীকি হয়ে ওঠার গল্প নিয়ে এই নৃত্যনাট্যের রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষের মনের ভেতরের পশুত্বকে জলাঞ্জলি দিয়ে ভালোবাসাকে জাগিয়ে তোলাই এই নাটকের প্রতিপাদ্য।

নাটকে দেখা যাবে, মুনিপুত্র বাল্মীকি প্রথম জীবনে ছিলেন দস্যু সর্দার রত্নাকর। অরণ্যে বাস করে দস্যুবৃত্তি করে জীবনধারণ করতেন তিনি। একদিন তার অনুচরেরা নরবলির জন্য এক বালিকাকে ধরে আনে। বলি দেওয়ার মুহূর্তে বালিকা ও বনদেবীদের করুণ সুরে বিহ্বল হয়ে পড়লেন রত্নাকর।

নাটক দুটিতে অভিনয় করেছেন ফেইমের নৃত্যকলা বিভাগ, নাট্যকলা বিভাগ ও শিশুনাট্য বিভাগের শিক্ষার্থীরা। তাদের মধ্যে রয়েছেন তিলোত্তমা সেনগুপ্তা, যীশু দাশ, মুবিদুর সুজাত, কমল বড়ুয়া, সাজেদা আক্তার সাজু, ভার্ণিকা অন্বেষা দাশ, অনির্ভা সেন শর্ম্মা, দীপ্ত চক্রবর্তী, সাবিহা বিনতে জসিম, পূজা বিশ্বাস, অমিতা বড়ুয়া, দীপান্বিতা দাশ, সুস্মিতা সরকার কথা, অপরাজিতা চৌধুরী, নওয়াজেশ আশরাফ ঈশাদ, অরুণা দত্ত, জ্যোতির্ময় বড়ুয়া, মোহাম্মদ রাসেল, অরুণা দত্ত, হৃদয় দেব, ইনান ইলহাম, আরিয়ানা হক রোদেলা, শারদ প্রত্যুষ বল, আদিত্য নন্দী প্রেক্ষা দাশ ও টিংকু ত্রিপুরা। নির্মাণ সহযোগিতায় আছে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও ফরাসি দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *