নারী বিশ্বকাপে লরার ১৬৯ রানের রেকর্ড 

বুধবার গৌহাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ৩১৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। নারী প্রোটিয়াদের অধিনায়ক ও ওপেনিং ব্যাটার লরা উলভার্ট খেলেছেন ১৬৯ রানের ইনিংস। উলভার্টের ইনিংসে ছিল ২০ চার ও ৪ ছক্কা। মেয়েদের বিশ্বকাপের নকআউট ম্যাচে সেঞ্চুরি করা প্রথম অধিনায়ক উলভার্ট। শুধু তাই নয়, তার ইনিংসটি বৈশ্বিক আসরে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ। ওয়ানডেতে এটি উলভার্টের দশম সেঞ্চুরি। ওয়ানডেতে তার অপরাজিত ১৮৪ রানের ইনিংস আছে।

সর্বোপরি নারীদের ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কর এর ২৩২*। বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন উলভার্ট। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নারী দলের হয়ে আগের সেরা ইনিংসটি ছিল মারিজান ক্যাপের। ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১০২ রান। এবার তাকে ছাড়িয়ে গেলেন উলভার্ট। নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের। ১৯৯৭ বিশ্বকাপে মুম্বাইতে ডেনমার্কের বিপক্ষে তিনি খেলেছিলে অপরাজিত ২২৯ রানের ইনিংস। উলভার্টের কীর্তির দিনে প্রোটিয়াদের হয়ে আর কেউ হাফ সেঞ্চরিও পাননি। তাজমিন ব্রিটজ ৪৫ এবং মারিজান ক্যাপ আউট হয়েছেন ৪২ রান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *