নাইটহুড পেলেন কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডারসন

স্যার জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিমি অ্যান্ডারসনকে এখন থেকে তাহলে এই নামেই ডাকতে হবে! কারণ ইংল্যান্ডের সর্বকালের শীর্ষ এই টেস্ট উইকেটশিকারি (৭০৪টি) নাইটহুডে ভূষিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস রয়্যাল তার হাতে এই সম্মাননা তুলে দেন। ক্রিকেটে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেলেন অ্যান্ডারসন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই উপাধির জন্য তার নাম সুপারিশ করেছিলেন।

অ্যান্ডারসনের ক্যারিয়ার: ৪৩ বছর বয়সী এই পেসার ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৮৮ টেস্টে সংগ্রহ করেছেন ৭০৪ উইকেট। টেস্ট ইতিহাসে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল দুজনের—শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের।

২০২৪ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও অ্যান্ডারসন এখনও খেলছেন তার শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে। এখানে ২০২৬ মৌসুম পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়ে কথাবার্তা চলছে। এটি বাস্তবায়িত হলে ৪৪তম জন্মদিনের পরও মাঠে দেখা যাবে ইংল্যান্ডের এই কিংবদন্তি পেসারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *