কোক স্টুডিও বাংলায় রুনা লায়লার গান

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা অবশেষে নতুন গানে হাজির হচ্ছেন কোক স্টুডিও বাংলায়। খবর বাংলানিউজের।

প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। রুনা লায়লার কালজয়ী গানগুলোর মধ্যে অন্যতম হলো ‘দমা দম মাস্ত কালান্দার’। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন ঘোষণার পর থেকেই গুঞ্জন ছিল, এই মৌসুমে গান গাইবেন রুনা লায়লা। যদিও দীর্ঘদিন কোক স্টুডিও কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করতে বিরত থাকলেও, গত বছর শিল্পী নিজেই অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিলেন। এরপর গানটির টিজার ১৪ নভেম্বর প্রকাশ করা হয়। গানটিতে ফুয়াদ নাসের বাবুর পাশাপাশি কোক স্টুডিও বাংলার নতুন প্রজন্মের শিল্পীরাও অংশ নিয়েছেন।

গানটি নিয়ে রুনা লায়লা বলেন, ‘মাস্ত কালন্দর’ সবসময়ই আমার হৃদয়ের খুব কাছের একটি গান। নতুনভাবে, তরুণ শিল্পীদের সঙ্গে আবার গানটি গাইতে পেরে আমি আনন্দিত। শুরু থেকেই কিউরেটর, গায়ক ও সুরকার হিসেবে কোক স্টুডিও বাংলার আর্ট ডিরেক্টর হিসেবে ছিলেন শায়ান চৌধুরী অর্ণব। তিনি ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন তৈরি করে কোক স্টুডিও বাংলার নিজস্ব পরিচয় গড়ে তুলেছেন। তার সঙ্গে কাজ করেছেন সুরকার ও প্রযোজক অদিত রহমান যিনি সন্ধ্যাতারা, নাসেক নাসেক ও ভবের পাগল–এর মতো জনপ্রিয় গানের আধুনিক সঙ্গীতায়নের জন্য পরিচিতি লাভ করেছেন।

তাদের যৌথ প্রচেষ্টায় সিজন ৩ একটি আধুনিক ও হৃদয়স্পর্শী সমাপ্তি পেতে যাচ্ছে। গানটি নিয়ে অর্ণব বলেন, এই গান স্মৃতি, ভক্তি ও সংস্কৃতির অনুভূতি বহন করে। রুনা লায়লা আপুর কণ্ঠে নতুনভাবে গানটিকে পাওয়া আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *