শারজাহ, দুবাই, আবুধাবি–আরব আমিরাতের তিন শহরে আছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। টি২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট খেলা হয়েছে দেশটিতে।
ওমানেও হয়েছে ২০২১ সালের টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মাধ্যমে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর দোহায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৫।
বিসিবির একটি সূত্র জানায়, ৮ দল নিয়ে হবে এবারের আসর। মূলত ২০২৪ সাল থেকে ‘এ’ দলের খেলা হয়ে গেছে এমার্জিং এশিয়া কাপ। লিস্ট ‘এ’ স্বীকৃতিপ্রাপ্ত এই টুর্নামেন্টের নাম পরিবর্তন করে রাইজিং স্টার্স রাখা হয়েছে।
টি২০ ম্যাচ হবে এই টুর্নামেন্ট। ২০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টটি কাতারে আয়োজনের কারণ হলো মধ্যপ্রাচ্যে ক্রিকেট ছড়িয়ে দেওয়া।