এক মঞ্চে আসছেন জেমস ও আলী আজমত

পাকিস্তানি ব্যান্ড জুনুনের শিল্পী আলী আজমতের সঙ্গে ঢাকায় একই মঞ্চে পারফর্ম করবে ‘নগরবাউল’ খ্যাত জেমস। খবর বিডিনিউজের।

আগামী ১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে হতে যাচ্ছে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট। কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন কমিউনিকেশন। এক বিজ্ঞপ্তিতে অ্যাসেন কমিউনিকেশনের সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা বলেন, ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে বেশি ইতিবাচক। আমরা বিশ্বাস করি, এই রাতটি ঢাকার সংগীত ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান পাবে। তিনি আরও বলেন, দর্শকদের জন্য সর্বোচ্চ মানের নিরাপত্তা, সাউন্ড এবং লাইটিং নিশ্চিত করা হয়েছে, যাতে সবাই এক অনন্য অভিজ্ঞতা পান। ‘গেট সেট রক’ ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে কনসার্টের টিকেট। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়, চলবে রাত ১১টা পর্যন্ত। ‘মীরা বাঈ’, ‘পাগলা হাওয়া’, ‘কবিতা’, ‘দিওয়ানা দিওয়ানা’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘বিজলী চলে যেওনা’সহ বহু গানে কয়েক প্রজন্মের শ্রোতাদের মাতোয়ারা করে রেখেছেন জেমস। অন্যদিকে আলী আজমত ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা গেয়েছেন পাকিস্তানের ‘জুনুন’ ব্যান্ডে। ওই সময় থেকে তার খ্যাতি ছড়ায় ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *