আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

শিরোপা ধরে রাখার মিশনে নেমে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ ক্রিকেটে শুভ সূচনা করেছে বাংলাদেশ। বড় রান তাড়া করতে নেমে দুই ওপেনারের জোড়া ফিফটিতে জয়ের ভিত গড়ে বাংলাদেশ। সেখানে দাঁড়িয়ে দুর্দান্ত ব্যাটিং করেন আজিজুল হাকিম তামিম। তাতে ৭ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান করে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৫ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। যুব এশিয়া কাপের ইতিহাসে এটি সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ভারতের; ২০২১ সালে আফগানদের বিপক্ষেই ২৬০ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা। দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ৪৫ বলে ফিফটি করেন জাওয়াদ। ফিফটির পরও দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন এই ওপেনার। তবে কাছাকাছি গিয়েও মাইলফলক ছুঁতে পারেননি। ১১২ বলে ৯৬ রান করে ফিরেছেন। ৯টি চার এবং ৬টি ছক্কা মারেন তিনি। আরেক ওপেনার রিফাত ফিফটি করেন ৬০ বলে। সবমিলিয়ে ৬৮ বলে করেছেন ৬২ রান। তার বিদায়ে ভাঙে ১৫০ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে দারুণ ব্যাটিং করেছেন আজিজুল হাকিম তামিম। ৪৮ বলে ৪৭ রান করেন তিনি। তবে তামিমের বিদায়ের পর সামিউন বশির, মোহাম্মদ আব্দুল্লাহরা দ্রুত ফিরলে জয় নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে শেষ দিকে রিজান হোসেন ১৩ বলে অপরাজিত ১৭ ও শেখ পারভেজ জীবনের (৭ বলে ১৩) আক্রমণাত্মক ব্যাটিংয়ের দলের জয় নিশ্চিত হয়। আফগানিস্তানের খাতির স্টানিকজাই এবং রুহুল্লাহ আরব ২টি করে উইকেট নেন। এর আগে দলীয় ১৬ রানে আফগানিস্তানের ওপেনার খালিদ আহমদজাইকে (৩) ফেরান সাদ ইসলাম। আরেক ওপেনার ওসমান সাদাত ৬৬ রানের জুটি গড়েন ফয়সালকে সঙ্গে নিয়ে। সামিউন বসিরের বলে ৩৪ রান করে বোল্ড হন সাদাত। এরপর ফয়সাল ও উজাইরউল্লাহ মিলে গড়েন ৯৩ রানের জুটি। ফয়সাল ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করে আউট হয়েছেন ইকবাল হোসেন ইমনের বলে। এরপর নিয়মিত বিরতিতে ফিরেছেন আফগানিস্তানের ৪ ব্যাটার। অধিনায়ক মাহবুব খান ১৩, উজাইরউল্লাহ ৪৪, খাতির স্টানিকজাই ১১ ও রুহুল্লাহ আরব (০) দ্রুত ফিরলে আফগানরা বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কায় পড়ে। সেখান থেকে আজিজউল্লাহ মিয়াখিল ও আব্দুল আজিজ দ্রুতগতিতে রান তুলে ২৮৩ রানের লড়াকু সংগ্রহ এনে দেন আফগানদের। মিয়াখিল ৩৮ ও আজিজ ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি করে এবং সাদ ইসলাম, সামিউন বসির ও রিজান হোসেন একটি করে উইকেট শিকার করেছেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের জাওয়াদ আবরার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *