‘অমর প্রেম গাঁথা’র টেকনিক্যাল শো

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি নাট্যকলা বিভাগ গত ১৯ অক্টোবর সন্ধ্যায় আয়োজন করে নিজেদের নতুন প্রযোজনা ‘অমর প্রেম গাঁথা’র টেকনিক্যাল শো। এতে নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের শিক্ষক জোবায়দুর রশিদ। সহ–নির্দেশনা দিয়েছেন নাট্যকর্মী বিজন চৌধুরী।

নতুন উপস্থাপনা ও নতুন আঙ্গিকে ‘অমর প্রেম গাঁথা’ প্রেম, সংঘাত ও মানবিকতার চিরন্তন নাট্যযাত্রা। নাটকটি নির্মিত হয়েছে উইলিয়াম শেকসপিয়রের ‘জড়সবড় ধহফ ঔঁষরবঃ’ এর আঙ্গিকে। ইতালির ভেরোনা নগরের ক্যাপুলেট ও মন্টাগু পরিবারের দ্বন্দ্বের কাহিনীকে বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে খান পরিবার ও চৌধুরী পরিবারের শত্রুতার মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে নাটকটিতে। এই গল্পে রোমিওর জায়গায় এসেছে খান পরিবারের রহমান। জুলিয়েটের জায়গায় চৌধুরী পরিবারের জুলেখা। নাটকে অভিনয় করেছেন ভাস্কর রায়, হুমায়রা তানশি মজুমদার, মো. ফোরকান রাসেল, মো. মনিরুল হক রিয়াদ, মো. ইমরান, অন্তু দে, সালমা আক্তার, শান্তা ইসলাম, সাদমান চৌধুরী, প্রানেশ, সৌরভ দাশ, তাবাসসুম আশরাফ অহনা, অংশী দাশ, অর্ক মজুমদার, খায়রুল, ফয়সাল ও স্বপ্ন মজুমদার। আলোক, সেট ও শব্দ আবহাওয়া নির্দেশনা জোবায়দুর রশিদ ও বিজন চৌধুরী। মেকআপ ও কস্টিউম ডিজাইন বিনা দাশগুপ্ত। নাটকটি শীঘ্রই জেলা শিল্পকলা একাডেমি ও অন্যান্য জেলার মিলনায়তনে মঞ্চায়ন করা হবে। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আয়াজ মাবুদ বলেন, নাট্যকর্মীদের স্থান হলো মঞ্চ। মঞ্চে শিল্পকলার শিক্ষার্থীদের সুযোগ করে দিয়ে আমরা আমাদের নাট্যজগৎকে আরো প্রসার করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *