তোদের জন্য আকাশ আঁকি
তোদের জন্য পাখি
তোদের জন্য মেঘকে আমি
বারান্দাতেই ডাকি।
মেঘ বলল ‘আসছি শোন্!
দরজা খুলে রাখ্
রামধনু রং,ফুল পাখিদের
সব্বাইকেই ডাক’।
তোদের জন্য আঁকছি নদী,
পাহাড়,গাছের সারি,
ঝর্ণাধারা আঁকছি এবং
মেঘপরীদের বাড়ি।
তোদের জন্য বসুন্ধরা,
নতুন করে সাজুক
তোদের জন্য এক পৃথিবী
আনন্দ গান বাজুক।