রাঙ্গুনিয়া প্রতিনিধি: সুমন বড়ুয়া
রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকায় অভিযান চালিয়ে খুন, নারী ও শিশু নির্যাতনসহ ৪ মামলা ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াকুবকে (৫০) গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড কার্তুজ ও অন্যান্য দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ ইয়াকুব রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদ প্রকাশ বদন হাজীর ছেলে।
দিবাগত রাত দেড়টার দিকে পূর্ব কোদালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইয়াকুবকে (৫০) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড কার্তুজ ও অন্যান্য দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামি চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়, অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে।
আসামির বিরুদ্ধে রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানায় খুন, নারী ও শিশু নির্যাতন এবং মারামারিসহ ৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত বছরের অক্টোবরে দক্ষিণ রাঙ্গুনিয়ার আরেক শীর্ষ সন্ত্রাসী জামাল (৩৮) গ্রেফতার করা করা হয়। ওইসময় আসামির নিজ বাড়ি থেকে একটি দেশিয় তৈরি এলজি, রিভলবার, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। জামাল উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল চিরিঙা এলাকার তোতা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ২টি হত্যা, ২টি নারী নির্যাতন, মারামারি, গরু চুরিসহ একাধিক মামলা ও এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
তারও আগে ঘর থেকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে গত ২৮ সেপ্টেম্বর সকালে রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরেরখীল পাহাড়ি এলাকা থেকে সরফভাটা এলাকার সন্ত্রাসী দলের মূল হোতা আব্দুস সালাম ওরফে হাত কাটা সালামকে (৬০) গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার নজির আহমদের ছেলে। সরফভাটার ত্রাস এই হাত কাটা সালামকে সন্ত্রসীদের নেতৃত্ব দেয়ার নেপথ্যের নায়ক হওয়ায় এলাকায় ‘বাবা’ হিসেবেও পরিচিত।