রাজধানীর গুলশান এলাকায় দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীর নাম শরীফুল আলম (৪০)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরীফুল আলমকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর মামা শ্বশুর জাহিদ শেখ। তিনি প্রথম আলোকে বলেন, মহাখালী টিবি হাসপাতাল গেট এলাকায় শরীফুলের নার্সারি ব্যবসা আছে। আজ দুপুরে মহাখালী থেকে গুলশানের দিকে যাওয়ার সময় লেক পার্ক এলাকায় অজ্ঞাত তিন যুবক তাঁর গতিরোধ করে গুলি করে পালিয়ে যায়।
জাহিদ শেখের ভাষ্য, এক মাস আগে শরীফুলের কাছে চাঁদা চেয়েছিলেন এক সন্ত্রাসী। ওই সন্ত্রাসী এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুসরাত ইয়াসমিন বলেন, শরীফুলের এক্স-রে রিপোর্টে গুলি দেখা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, শরীফুলের ওপর গুলির ঘটনাটি গুলশান থানা-পুলিশকে জানানো হয়েছে।