খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শেখ শাহাদাত হোসেন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে নগরের সোনাডাঙ্গা মডেল থানা এলাকার সঙ্গীতা সিনেমা হলের নিচের একটি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্র বলছে, শেখ শাহাদাত একসময় ‘জনযুদ্ধ’ নামের একটি চরমপন্থী দলের নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েক যুবক শেখ শাহাদাতকে ধাওয়া করে। জীবন বাঁচাতে তিনি একটি টায়ারের দোকানে আশ্রয় নেন। তবে সেখানে গিয়েও রক্ষা পাননি। দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনটি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। গুলির পাশাপাশি তাঁকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন শেখ শাহাদাতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আজম খান প্রথম আলোকে বলেন, ‘শাহাদাত জনযুদ্ধ নামের চরমপন্থী দলের নেতা। গুলির পাশাপাশি তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ তিনি আরও জানান, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।