কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে এক ইউপি সদস্যকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার চন্দাইশ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক।

নিহত মো. আলাউদ্দিন (৫৫) বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের প্রয়াত সুরুজ মিয়ার ছেলে। তিনি বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুরে আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষে বাড়িতে প্রবেশের সময় একদল মুখোশধারী তার হাত বেঁধে অটোরিকশায় তুলে নেয়। বাড়ি থেকে অন্তত ১০ কিলোমিটার দূরে চান্দাইশ এলাকায় নিয়ে তাকে কুপিয়ে ও গুলি করে সড়কের পাশে ফেলে দেওয়া হয়।

স্বজনরা আলাউদ্দিনকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে এলাকায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনের সঙ্গে একই এলাকার আরেক সাবেক ইউপি সদস্য সালেহ আহম্মদ পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলছিল।

আলাউদ্দিনের ভাগ্নে আনোয়ার হোসেন বলেন, “দুপুর ১টার দিকে বাড়ির সামনে থেকে মামাকে অটোরিকশায় তুলে নিয়ে যায় একদল মুখোশধারী। খবর পেয়ে আমি ওই অটোরিকশার পিছু নেওয়ার এক পর্যায়ে চন্দাইশ এলাকায় মামাকে গুলি করে ফেলে পালিয়ে যায় তারা।”

আলাউদ্দিনের স্বজন বারেক ভূঁইয়া বলেন, “আলাউদ্দিন মামা তার চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে বেশ কয়েকজন অস্ত্রধারী তাকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে শুভপুর এলাকায় অটোরিকশাটি আটকানোর চেষ্টা করি। পরে তারা মামাকে গুলি করে ফেলে দেয়।”

ওসি ফজলুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। নিহত আলাউদ্দিনের শরীরে কোনো গুলির চিহ্ন পাইনি, তবে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।”

এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন বলেন, “২০ থেকে ২৫ বছর ধরে ওই এলাকার কয়েকটি গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছিল। শুনেছি দ্বন্দ্ব নিরসনে আগেও অনেকে চেষ্টা করা হয়েছিল।

“তবে আলাউদ্দিন মেম্বারকে কারা হত্যা করেছে এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *