পশ্চিম গুজরা সরকারপাড়া মুসলিম একতা সংঘে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম পালিত

রাউজান পশ্চিম গুজরা সরকার পাড়া মীর বাড়ী মুসলিম একতা সংঘের আয়োজনের পবিত্র ফাতেহা ইয়াজদহুম মাহফিলে বক্তারা বলেন, হযরত পীরানে পীর হয়রত আবদুল কাদের জীলানী (রা.) বিশ্লেষণ করলে বুঝা যায় তিনি কিভাবে জগৎ খ্যাত বড় পীর পেয়েছেন। আল্লাহ ও রসুল(সা.) এর পথমত অনুসরণ করার পাশাপাশি তাঁর মাতৃভক্তি ও সত্যবাদিতার জন্য মুসলিম উম্মায় হয়রত আবদুল কাদের জীলানী(রা.) বড়পীর উপাদিতে খ্যাত হয়েছেন। গত ২৫ অক্টোবর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা মাহমুদুল আলম কাদেরী। সাংবাদিক মীর আসলামের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আবুল বশর, প্রধান বক্তা ছিলেন হাফেজ মোহাম্মদ আবদুল রহমান আল কাদেরী, ব্যাংকার মোহাম্মদ তৈয়ব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা মোহাম্মদ লোকমান, সংঘের সভাপতি মোহাম্মদ ইদ্রিস, মীর আশরাফ হোসেন, মীর মোহাম্মদ হাসান, মোহাম্মদ বাহদুর, মোহাম্মদ আবদুল হালিম। অনুষ্ঠানে নাত পরিবেশন করেন মোহাম্মদ আবদুল করিম রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *