চট্টগ্রাম জেলায় এই বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ২০২টি মণ্ডপ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৮৫টি মণ্ডপ প্রতিমা পূজা এবং ৬১৭টি মণ্ডপ ঘট পূজা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে নগরীর হালিশহর চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসের সিভিক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। সভায় চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। সভার সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
সভায় জানানো হয়, চট্টগ্রাম জেলায় ৩৫৬টি মণ্ডপ অধিক গুরুত্বপূর্ণ, ৭১৬টি মণ্ডপ গুরুত্বপূর্ণ এবং ১ হাজার ১৩০টি মণ্ডপ সাধারণ মণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৮৫টি প্রতিমা পূজামণ্ডপের মধ্যে ৯৫০টি স্থায়ী এবং ৬৩৫টি অস্থায়ী মণ্ডপ রয়েছে। এছাড়া, ১ হাজার ৪৪০টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা নিরাপত্তার দিক থেকে বিশেষ গুরুত্ব পাবে।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, “দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের একটি অনন্য প্রতীক।” তিনি আরও বলেন, পূজা উদযাপনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরাপদভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশ ইতোমধ্যেই সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে এবং এ ব্যাপারে উপস্থিত নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা, চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সার্কেল অফিসার এবং থানার অফিসার ইনচার্জরা।