সংবাদদাতাঃ রাজীব বড়ুয়া।
ইউরোপীয় বাঙ্গালী বৌদ্ধদের প্রথম বৌদ্ধ বিহারের পদযাত্রা শুরু হয় ইউরোপীয়ান বাংলাদেশ বুড্ডিস্ট সেন্টারের প্রতিষ্ঠার মাধ্যমে। এই বিহারের প্রতিষ্ঠালগ্নে অক্লান্ত শ্রম আর ত্যাগ তিতীক্ষার নেপথ্যের কান্ডারী ছিলো ত্রিরত্ন বাংলা বুড্ডিস্ট এসোসিয়েশান। নানান চড়াই উতরাই পাড় করে আজ বিহারের গৌরবান্বিত ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন ফ্রান্সের বাঙ্গালীরা বৌদ্ধরা।

অনুষ্ঠানের শুভসুচনা হয় মিসেস ডালিয়ার বড়ুয়ার সংগীতায়নের মাধ্যমে; তবলায় ছিলেন বাবু সত্যজিত বড়ুয়া। প্রথমার্ধে পঞ্চশীল প্রার্থনা করেন বাবু বিকাশ বড়ুয়া এবং দ্বিতীয়ার্ধে বাবু শিশির বড়ুয়া। ত্রিরত্ন বাংলা বুড্ডিস্ট এসোসিয়েশানের সাধারণ সম্পাদক বাবু সেতু বিকাশ বড়ুয়ার সঞ্চালনায় জাকজমকপূর্ণ অনুষ্ঠানের প্রাণসঞ্চারিত হয়। প্রাজ্ঞ ভিক্ষুদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ মেডিটেশান সেন্টারের ভদন্ত বিজয়ানন্দ মহাথেরো, বিহারাধ্যক্ষ ভদন্ত প্রিয়রক্ষিত থেরো, ভিয়েতনাম প্যাগোড কিং কোয়াং বিহারের অধ্যক্ষ থিক মং কোয়াং, ম্যায়ানমারের ভদন্ত ইউকুমারা থেরো, ইউরোপীয়ান বাংলাদেশ বুড্ডিস্ট সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি থেরো, আবাসিক ভদন্ত বিমলানন্দ থেরো, বিশ্বশান্তি ধ্যান কেন্দ্রের সহ-বিহারাধ্যক্ষ ভদন্ত অমিতানন্দ থেরো এবং সার্ব্বজনিন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় থেরো মহোদয়।

সকালে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা আর ভিক্ষুদের পিন্ডদান মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিলো আগত ধর্মপ্রাণ অতিথীদের জন্যে। দ্বিতীয় পর্বের সূচনা হয় ধর্মালোচনার মধ্য দিয়ে। প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মাসনের আসন অলংকৃত করেন ভদন্ত বিজয়ানন্দ মহাথেরো মহোদয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অত্র বিহারের পরিচালনা কমিটি ত্রিরত্ন বাংলা বুড্ডিস্ট এসোসিয়েশানের সম্মানিত সভাপতি বাবু প্রমোদ বড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু সেতু বিকাশ বড়ুয়া, বাবু অঞ্জন বড়ুয়া, বাবু শিবলু বড়ুয়া, শুভাশীষ বড়ুয়া, নিপু বড়ুয়াসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

সংঘদান, অষ্টপরিষ্কার দান আর ধর্মদানের আলোকে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণভাবে দিনটি অতিবাহিত হয়। বিকেলের আয়োজনে ছিলো ক্রেস্ট প্রদান। বিহারের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিহারের পরিচালনা কমিটি। সেই ধারাবাহিকতায় স্মারকস্বরূপ সম্মানিত পৃষ্ঠপোষকদের ক্রেস্ট প্রদান করা হয়।
