৮৯ শতাংশ মানুষের মতে, এক ব্যক্তিকে সর্বোচ্চ দুই মেয়াদ থেকে বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত নয়

৮৯ শতাংশ মানুষ মনে করেন, একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন। একই সঙ্গে, ৭১ শতাংশ মানুষ উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আসন বণ্টন চান।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের ফলাফল আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়। সুজনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন জরিপের তথ্য উপস্থাপন করেন। চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত ৪০টি প্রশ্নে সারা দেশে ১ হাজার ৩৭৩ জনের মতামত এবং ১৫টি নাগরিক সংলাপের মাধ্যমে জরিপটি পরিচালনা করা হয়।

এতে উঠে এসেছে যে, ৬৯ শতাংশ মানুষ দ্ব chambersবিশিষ্ট আইনসভার পক্ষে মত দিয়েছেন। এছাড়া ৮৭ শতাংশ মানুষ এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদনেতা একসঙ্গে হওয়ার বিরোধী। নারীদের জন্য নিম্নকক্ষে আসন সংরক্ষণে ৬৩ শতাংশ এবং উচ্চকক্ষে ৩০টি আসন সংরক্ষণের পক্ষে ৬৯ শতাংশ মানুষ মত দিয়েছেন।

বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে ৮৬ শতাংশ এবং উচ্চকক্ষে ৮২ শতাংশ মানুষ একমত। নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া নির্বাচনে নির্বাহী বিভাগের কার্যক্রম গ্রহণের বিরোধী ৮৭ শতাংশ, এবং নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে ৪৮ ঘণ্টার মধ্যে কমিশন কর্তৃক সার্টিফিকেশন পদ্ধতির পক্ষে ৮৬ শতাংশ মত দিয়েছেন।

এছাড়া, বিভিন্ন সাংবিধানিক সংস্কার ও আইন সম্পর্কিত প্রস্তাবনায় ব্যাপক জনসমর্থন পাওয়া গেছে। ৯০ শতাংশ মানুষ দুদক, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন এবং স্থানীয় সরকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জনগণ পরিবর্তন চায় এবং এই সংস্কার প্রয়োজন। তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক পদ্ধতি ও প্রক্রিয়া বর্তমানে স্বৈরাচারের দিকে ঠেলে দিচ্ছে, যা পরিবর্তন হওয়া জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *