আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সেনাবাহিনী নির্বাচন কমিশন থেকে যে দায়িত্ব পাবে, তা পালন করবে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। তিনি সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনও ফরমাল নির্দেশনা পাওয়া যায়নি, তবে আমাদের প্রস্তুতি রয়েছে এবং নির্বাচন কমিশনের যে দায়িত্ব দেওয়া হবে, তা পালন করা হবে।”
এছাড়া, সেনাবাহিনীর বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের প্রচারণা বিষয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন, “এটি অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত, এবং এর পেছনে কিছু বিশেষ উদ্দেশ্য রয়েছে। সংবাদ মাধ্যমের মাধ্যমে এটা সঠিকভাবে তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদের।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে, এবং প্রায় ৮০ শতাংশ হারানো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মব (গোলমাল) নিয়ন্ত্রণে সেনাবাহিনী দ্রুত কার্যক্রম শুরু করেছে, তবে কিছু বিলম্ব হওয়া সত্ত্বেও সেনাবাহিনী কোনও পরিস্থিতি এড়িয়ে যায়নি।
এছাড়া, গুম কমিশন নিয়ে গুজব সম্পর্কে তিনি বলেন, “গুম কমিশনের তদন্তে আমাদের সব সদস্য সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও সহযোগিতা করবেন।”
সীমান্তে আরকান আর্মির উৎপাত ও চোরাচালান বিষয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন, “সীমান্তে গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী সতর্ক এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিবিড়ভাবে কাজ করছে।”
রাজবাড়ীর নুরুল হক হত্যার পরবর্তী ঘটনা নিয়ে তিনি জানান, সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।