“সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে”- মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরীতে ভারী বৃষ্টির পর সৃষ্ট জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার সকালে তিনি নগরীর কাপাসগোলা, চকবাজার, কাতালগঞ্জ, মুন্সিপুকুর পাড়, বাদুরতলা ও টুপিওয়ালাপাড়া এলাকাগুলো পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

কাতালগঞ্জ-বৌদ্ধ মন্দির এলাকায় জলাবদ্ধতার কারণ হিসেবে দুটি প্রধান সমস্যা চিহ্নিত করা হয়। এর মধ্যে একটির কারণে হিজড়া খালে জলপ্রবাহ ব্যাহত হওয়া এবং অন্যটির জন্য বৌদ্ধ মন্দিরের পাশের বড় নালাটিতে মাটি জমে প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। মেয়র সিডিএকে দ্রুত হিজড়া খালের সংস্কার এবং চসিককে বড় নালাটি থেকে মাটি উত্তোলন করার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে মেয়র বলেন, “নগরের জলাবদ্ধতা দূর করতে সমন্বিত উদ্যোগ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। শুধু চসিক নয়, ওয়াসা, সিডিএ, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থার সহায়তা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “চসিক জরুরি ভিত্তিতে ড্রেন পরিষ্কার, পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন এবং ভেঙে পড়া ড্রেন মেরামতের কাজ করছে, তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সরকারি বরাদ্দ বৃদ্ধি ও মেগা প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করা অত্যন্ত জরুরি।”

নগরবাসীকে উদ্দেশ্য করে মেয়র বলেন, “সরকারের ওপর সব দায়িত্ব না ছেড়ে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। ড্রেন এবং খালে আবর্জনা না ফেলা এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। সচেতনতা ছাড়া জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *