বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক দাবি করেছেন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারিভাবে ভাতা দিতে হবে, যেমনটি একাত্তরের এবং ২০২৪ সালের শহীদদের ক্ষেত্রে করা হয়।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মোহাম্মদপুরের হলি উম্মাহ মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদের নিয়মিত মাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মামুনুল হক বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ভিত্তি রচনাকারী শাপলার শহীদদের অবদান জাতির সামনে তুলে ধরা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গকারী পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”
তিনি জানান, এসব পরিবারের সহায়তা নিশ্চিত করতে ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম’ নামে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা শাপলা স্মৃতি সংসদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে কয়েকজন শহীদ পরিবারের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ধাপে ধাপে আরও শহীদ পরিবারকে এ কার্যক্রমের আওতায় আনা হবে এবং নিয়মিত মাসিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ, মিডিয়া সম্পাদক মাওলানা আরিফুর রহমান এবং পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন।
বক্তারা বলেন, শহীদ পরিবারগুলোর প্রতি দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এটি চালিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ।