বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুককে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাফিজ আল ফারুক গত ১ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকেন এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই চলে যান। তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও পলায়নের জন্য শাস্তি হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন।